MSB Cloud বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় ফ্রিলান্সিং মার্কেটপ্লেস। এইখানে মূলত এক্সপার্টরা বিভিন্ন রকমের ডিজিটাল প্রোডাক্ট সেল এবং সার্ভিস প্রভাইড করে থাকে। তাই এই মার্কেটপ্লেসে আপনি সেলার হিসাবে জয়েন করতে চাইলে, যে বিষয়ে আপনি এক্সপার্ট এবং কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র সেই বিষয়ের প্রোডাক্ট/সার্ভিস সেল করতে পারেন। কাস্টমারকে সেটিসফাইড করতে পারবেন না এমন কোন সার্ভিস দেয়া যাবে না। সব সময় লক্ষ্য রাখতে হবে, যাতে বায়াররা আপনার কাছ থেকে সার্ভিস নিয়ে বেস্ট এক্সপেরিয়েন্স পায়।

এখন সেলার হিসাবে জয়েন করতে চাইলে আপনাকে প্রথমে একটি ফর্ম সাবমিট করতে হবে। এই লিংকে ভিজিট করলেই ফর্মটি পেয়ে যাবেনঃ https://msbcloud.com/become-a-seller

এই ফর্মে In Which Sector Do You Consider Yourself An Expert? এবং Share Proof Of Your Previous Work নামের ২টা ফিল্ড দেখবেন। প্রথম ফিল্ডে আপনি কোন সেক্টরে নিজেকে একজন এক্সপার্ট মনে করেন? সেই সম্পর্কে লিখবেন এবং দ্বিতীয় ফিল্ডে আপনি যে এক্সপার্ট হিসাবে আগে কোন মার্কেটপ্লেস (Fiverr, Upwork, 99designs etc) বা নিজের কোন সাইটের মাধ্যমে সরাসরি ক্লাইন্টের সার্ভিস যে দিয়েছেন তার প্রমাণ আমাদেরকে দিতে হবে।

এই ইনফরমেশন ২টা খুবই গুরুত্বপূর্ণ! কারণ আপনার কাজের পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করেই সেলার হিসাবে আপনাকে Approval দেয়া যায় নাকি সেই ব্যাপারে আমরা বিবেচনা করব। আর সব কিছু ঠিক ঠাক থাকলে খুব দ্রুতই আপনার সাথে যোগাযোগ করা হবে।